Followers

Sunday 10 June 2012

পোশাক গরীবকে দান করার ফজীলত এবং মহানবী (সাঃ) এর পোশাক !!

মহানবী (সাঃ) বলেছেন,

"কোন মুসলমান অপর গরীব নিঃস্ব মুসলমানকে যদি নিজের পুরাতন পোশাক (দান করে) পরিধান করায় ; আর এতে তার উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টি ও রেযা (খূশী) , তবে যতদিন পর্যন্ত সে মুসলমান জীবিত কি মৃত (কাফন) অবস্হায় সে পোশাক পরিধান করবে , ততদিন পর্যন্ত দাতা ব্যাক্তি আল্লাহ'তায়ালার বিশেষ তত্ত্বাবধান ও খাছ হেফাজতে স্হান পাবে এবং সে আল্লাহ পক্ষ থেকে কল্যাণ লাভ করতে থাকবে । "

মহানবী (সাঃ) সব সময় সাদাসিধে পোশাক পরতেন এবং সহজেই হাতের কাছে যে পোশাক পেতেন তাই পরতেন । সবুজ রঙের পোশাক উনার খুবই ভালো লাগতো । বেশির ভাগ তিনি সাদা পোশাক পরিধান করতেন । তিনি বলতেন,

'তোমাদের জীবিত ব্যাক্তিদের সাদা পোশাক পরিধান করাও এবং মৃতদেরকে এ দ্বারা দাফন দাও ।'

মহানবী (সাঃ) মিহিন সবুজ রঙের কাবা বা বিশেষ পোশাক ছিলো । উনার উজ্জ্বল দেহে উহা খুবই চমৎকার দেখাতো ।

মহানবী (সাঃ) সব সময় টাখনুর উপরে পোশাক পরিধান করতেন ।

মহানবী (সাঃ) ডানদিক থেকে পোশাক পরিধান করতেন এবং নিম্নোক্ত দোয়া পড়তেনঃ

"সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পোশাক পরিয়েছেন , যদ্দারা আমি ছতর আবৃত করি এবং সজ্জ্বা ও সৈান্দর্য্য লাভ করি ।"

পোশাক অপসারণের সময় তিনি বাম দিক হতে খুলতেন । নতুন কোন পোশাক পরিধান করলে পুরাতন পোশাকটি গরীবকে দান করে দিতেন ।

মহানবী (সাঃ) পোশাক হিসেবে যেটি ব্যবহার করতেন, অনেক সময় বিছানা স্বরূপ তাই ব্যবহার করতেন । তিনি খালি চাটাইয়ের উপরও শুয়ে যেতেন এবং এর নীচে কিছুই দেওয়া হতো না ।

সূত্রঃ মুক্কশাফাতুল ক্বুলুব বা আত্নার আলো । ইমাম গাজ্জ্বালী (রহঃ)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...