Followers

Sunday 10 June 2012

কার জন্য জান্নাত অবধারিত ও কারা জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে ?

হাদীস শরীফে আছে,

' যে ব্যাক্তি কোন ক্ষুধার্তকে অন্ন দান করবে, জান্নাত তার জন্য অবধারিত । আর যদি কেউ ক্ষুধার্তর সম্মুখ থেকে খাদ্য সরিয়ে নেয় , কিয়ামতের দিন আল্লাহ তা'য়ালা তার থেকে আপন করুণা সরিয়ে রাখবেন এবং তাকে দোযখের শাস্তি দিবেন । '

আল্লাহর রসূল (সাঃ) আরো ইরশাদ করেন,

'স্বল্প ইবাদতকারী দয়ালু ও মহৎ ব্যাক্তি অধিক ইবাদতকারী কৃপণ ব্যাক্তি হতে শ্রেষ্ঠ ।'

হাদিস শরীফে আছে, 'চার প্রকারের লোক ক্বিয়ামতের দিন বিন হিসাবে বেহেশ্তে প্রবেশ করবেঃ

১. যে আলেম স্বীয় এলেম অনুযায়ী আমল করে ।
২. যে ব্যাক্তি সর্ববিধ অশোভন কাজ ও ঝগড়া বিবাদ হবে মুক্ত পবিত্র থেকে হজ্ব সমাধা করে ।
৩. যে ব্যাক্তি ইসলামের কালেমা বুলন্দ করার উদ্দেশ্যে জিহাদ করে শহীদ হবে ।
৪. যে দয়ালু ও মহৎ ব্যাক্তি হালাল উপার্জন করে এবং একমাত্র আল্লাহকে সস্তুষ্ট করার উদ্দেশ্যে দ্বীনের পথে অর্থব্যয় করে ।

এসব লোক সমভাবে (বিনা হিসাবে) জান্নাতে প্রবেশ করবে, কেউ কারও আগে যাওয়ার জন্য বিবাদ করবে না ।'

সূত্রঃ মুকশাফাতূল ক্বুলুব । আত্নার আলো - ইমাম গাজ্জালী (রহঃ)

-----------------------------------------------------------------
এখন আমরা উপরোক্ত হাদিস সমূহের আলোক নিজেদের যাচাই করে নেই আমরা কি জান্নাতকে নিজেদের জন্য অবধারিত করতে পেরেছি ?

আমরা কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার দলের কেউ হতে পারব ?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...