Followers

Sunday 10 June 2012

সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো আল্লাহকে ভয় না পাওয়া ও দোযখের ভয়াবহ শাস্তির কথা ভূলে যাওয়া

আল্লাহ তায়ালা কুরআনের বিভিন্ন জায়গায় দোযখের আগুনের ভয় প্রদর্শন করেছেন ।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
"আমি তোমাদেরকে জ্বলন্ত অগ্নিকুন্ডের ব্যাপারে বারবার সাবধান করে দিয়েছি । ' (সূরা লাইলঃ ১৪)

মানুষ দুনিয়ার জীবন নিয়ে এতই ব্যস্ত ও মশগুল যে, তার মনেই থাকেনা যে একদিন তার মৃত্যু হবে । মৃত্যুর পরই যে তার উপর কবরের আযাব ও পরে জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হবে তার পাপের জন্য সেটা সে বেমালুম ভূলেই যায় । হাজার চেষ্টা করেও কোন মানুষ এ দুনিয়াতে চিরজীবন বাস করতে পারবেনা । চোখের সামনে মানুষের মৃত্যু দেখেও মানুষের হুশ হয়না । পাপে সে এমন নিমজ্জিত হয়ে যায় যে, মৃত্যু আসার আগ পর্যন্ত তার হুশ হয় না । মৃত্যুর পরই সে তার পাপের জন্য ভয়াবহ কঠিন আযাবে গ্রেফতার হয়ে যায় ।

সূরা কামারে আল্লাহ পাক বলেন,
" যেদিন তাদেরকে মূখ হেচড়ে টেনে জাহান্নামে নেওয়া হবে; বলা হবে, অগ্নির খাদ্য আস্বাদন কর ।"

জাহান্নামের শাস্তি সমূহ হলোঃ

১.গরম পানি মাথায় ঢালা হবে ।
২. লোহার মুগুল দ্বারা পেটানো হবে ।
৩. আগুনে পোড়ানো হবে । তারপর চামড়া পুড়ে গেলে তা পরিবর্তন করে নতুন চামড়া লাগিয়ে আবার পোড়ানো হবে ।
৪.শিকল দ্বারা বেধে রাখা হবে ।
৫. কাটাযুক্ত বৃক্ষ যাক্কুম হবে - খাবার । যা হজমও হবে না আবার বাহির ও হয়ে যাবে না ।

হযরত নোমান ইবনে বশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, দোযখে সে ব্যাক্তির শাস্তি হবে সবচেয়ে অল্প ও হালকা, যাকে আগুনের এক জোড়া জুতো আগুনের ফিতাসহ পড়ান হবে । যার ফলে পাতিলের পানি টগবগের ন্যায় তার মাথার মগজ টগবগ করে গলিত হয়ে ঝড়তে থাকবে । আর সে ব্যাক্তি মনে করবে যে, তাকেই বোধহয় সর্বাধিক শাস্তি দেয়া হচ্ছে । অথচ তার শাস্তি হবে সবচেয়ে কম । (মেশকাত)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...